কবিতায়ণে মঞ্জু ভট্টাচার্য
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
” আলোয় ফেরা “
সেদিন হঠাৎ যন্ত্রণা প্রচন্ড যন্ত্রণা
আমার মাথায়
পাগলের মত ছটফট করছি
মনে হচ্ছে ফেটে চৌচির হয়ে যাবে এবার।
পারছি না আর পারছি না
আমার করুণ অবস্থা দেখে
বাবা আমার দিশেহারা
জড়ো হয়ে গেছে সারা পাড়া
ডাক্তার অ্যাম্বুলেন্স সব হাজির।
হল সিটি স্ক্যান আরো হাজারো পরীক্ষা
ধরা পরল ব্রেন টিউমার
আমি অচেতন হাসপাতালে চিকিৎসাধীন মাসের পর মাস
বাবা হাল ছেড়ে দিয়েছে আমায় ফিরিয়ে আনার।
একটি মহিলা যে ছুটে চলেছে এ দুয়ার ও দুয়ার
সময় নেই তার চোখের জল ফেলার
প্রয়োজন যে এখন অনেক টাকার
প্রয়োজন ঈশ্বর আল্লাহর দোয়ার
প্রয়োজন ভালো চিকিৎসার
সবই তো করবে জোগাড়
একলাই মা আমার।
ফিরে এলাম দুয়ার থেকে যমের
মায়ের বিশ্বাস মায়ের আশীর্বাদ আর মায়েরই ভরসায়
আজ আটমাস পর আমি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছি
আমি অন্ধকারে তলিয়ে যেতে যেতে যেতে
আলোয় ফিরেছি।
আমি জীবনযুদ্ধে জয়ী হয়েছি
আমার সেনাপতি মায়ের সাহসিকতায় দৃঢ় মানসিকতায়।