ক্যাফে কাব্যে মৌ রায়

অতীত

ধুসর রঙে একলা আমি
একলা অন্ধকারে
একলা আমি কল্পনা তে
একলা সাগর পাড়ে ।
নানান রঙের অতীত ছিলো
হয়তো এলোমেলো
কেমন করে তাদের যেনো
পথ হারিয়ে গেলো।
ক্লান্ত শরীর শ্রান্ত চরণ
থমকে গেছে চলা
আজকে বুঝি হারিয়ে গেছে
সকল কথা বলা।
তবুও এ মন বোকার মতো
স্বপ্ন দেখে রোজ
হয়তো আবার পাবো ফিরে
সেসব দিনের খোঁজ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।