কবিতায় মমতা ভৌমিক
by
·
Published
· Updated
রাত পেরিয়ে
রাতজাগা পাখি ডানা ঝাপটায়
আরেকটা ঘুমহীন রাত এগিয়ে চলে
ভোরের অপেক্ষায়
যদিও ভোর বিশেষ কোনো পরিবর্তন নিয়ে
আসবে না জানি
একরাশ খুশি ছড়িয়ে দেবে না কোনো বিশেষ চাহনি
আমাদের নাগরিক সত্ত্বায় মিশে থাকা
বাস ট্রাম ট্রেনের হুইসিল
অজস্র লোকের কোলাহল থমকে গেছে
অভ্যস্ত ব্যস্ত জীবন কে যেন মন্ত্র বলে
স্থগিত রেখেছে
মানুষের মুখ খোঁজে অতৃপ্ত চোখ
শিশুর কলকল্
এ সবের মধ্যেই দেখি আকাশের সীমানা ঘিরে
কংক্রিট জঙ্গল মাথা তুলে দাঁড়িয়ে, স্থির
আমাকে রঙীন করে ভোরের আলো মাখা
সবুজের ভিড়।