কবিতায় অনিমেষ মুখোপাধ্যায়

ঘর গড়ার গান

এসো, আজ একসাথে
একটা খেলা শুরু করি-
মনের মধ্যে যতকিছু দুর্নিবার
খেদ, ক্লান্তি, বিপন্নতা
আড়াল করি বা অস্বীকার!
চোখে চোখ রেখে
দেওয়াল তুলি
পাখির নীড় যেখানে;
সারা দিন ধরে
দৃষ্টি জুড়ে আস্বাদ করি
ঘর গড়ার সন্ধি I
কখনো দেখেছ কি
পাখির অঙ্গীকারহীন আড়াল
নিজের হাতে ভেঙে ফেলা
আয়োজনের সমস্ত দিনলিপি?
বাঁচার গানে তীব্রতা ফেরে-
নীড়ের গন্ধে ভেসে আসে প্রাণ!
ঘর ভুলে
ঘর ভেঙে
সন্ধ্যে থাকে না অযাচিত
এসো আজ একসাথে
একটা খেলা খেলি –
খড়কুটোর ঘরে দেওয়াল দিয়ে
পাখির নীড় ফিরিয়ে নিই
নিজেদের আষ্ঠে পৃষ্ঠে
আগলে রাখার খেলায় ll
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।