• Uncategorized
  • 0

কবিতায় আলিউজ্জামান

শরীর

(১)

যতটুকু বড়শি বিঁধলে ,
ফাতনা সহ ডুবে যায় ছিপ
জলের ভিতরে।
ততটুকুই যাতায়াত
জামার ভিতর শরীরের।

(২)

কোনো কপটতা নেই জেনেও !
চুড়ি কাজলের গন্ধে ,
মানুষের মুখ দেখে বোঝা যায়
কতটা মুখ বাসি হলে
চাঁদ ডুবে যায় সকালের শরীরে।

(৩)

আজ ঘরে ঢুকে মনে হলো
এক টাকা – দুটাকা
দু টাকা- একটাকা করে !
না কেনা অঙ্কের খাতায়
একটা কাগজ নৌকা ভেসে যাচ্ছে ,
দূরে …
ওই দূরে…
যত দূরে গেলে
তোমাকে আর আমাকে
বিচ্ছিন্ন দ্বীপ বলে মনে হয়।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।