ক্যাফে কাব্য গুচ্ছে উজ্জ্বল কুমার মল্লিক

সার্থক কবিতা (১)

যদি থাকে মুখে ভাষা
হৃদয়ে রয় আবেগ,
অনুভূতির সিঞ্চনে,
কলমের বুক বেয়ে
কবিতা নামবে বেগে;
যেমন ঝরনা ধায়
পাহাড়ের বুক চিরে,
মেঘের চাদর ঢেকে
সবার দৃষ্টি নন্দনে।
ভালোবাসা যদি থাকে
সঞ্চিত, অন্তর মাঝে;
প্রকাশিত হবেই তা–
একদিন, অগোচরে
ফল্গু-ধারারই মত।
উপত্যকায় ঝরনা,
রূপ মেলে নদী-রূপে;
সার্থক কবিতা হবে
প্রকাশিত কাব্যগুণে।

সার্থক কবিতা (২)

আমি কবি, মনের খাতায় কবিতা লিখি,
সৃষ্টির অনাবিল আনন্দে কেবল মাতি;
অবাক বিস্ময়ে রই প্রভাতী সূর্য পানে।
ঊষাকালে দেবালয়ে কাঁশর-শঙ্খধ্বনি,
শান্তির আবেশনে ঢালে প্রাণে সঞ্জীবনী;
জীবন-যুদ্ধ শুরুতে প্রণিপাতি স্রষ্টাকে।
কল্প-লোকে চলে শত বিক্ষোভ, হানাদারী,
নিক্ষেপী দূরে, তোমার শপথে, ফুৎকারি;
রচি কাব্যগ্রন্থখানি, মাধুরী সংমিশ্রণে।
জীবন-আলেখ্য নিয়ে কবিতা আমি ভাবি,
ছন্দো-বদ্ধে ও শব্দচয়নে পায় আকৃতি;
সার্থক কবিতা, কবির ভাবনা প্রকাশে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।