T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় উজ্জ্বল কুমার মল্লিক

আদর্শের অপমৃত্যু

মহৎ শায়িত রয় কবরে নিশ্চুপ,
এক বিন্দু অশ্রু জল ঝরেনি সেথায়;
অজানিত- হাতে কফিনে ঝরেছে মাটি,
কোন চিহ্ন নেই, ক্রশ, স্তূপ বা সমাধি,
অবজ্ঞাতে শায়িত থাকে মহিমাময়।
বিমর্ষ প্রকৃতি দেখি ভারাক্রান্ত হৃদয়ে,
আচ্ছাদিত রাখে যতনে ঐ তৃণদল তুলি গোরোপরি, অলক্ষিতে কালক্রমে।
সাক্ষী, উদ্বেলিত জলধি তরঙ্গ- রাশি,
প্রতিবাদে গরজিয়া বেলাভূমি শিলে।
কিন্তু, হায়! ব্যর্থ মনোরথে ফিরে যায়
কেবলই, অক্ষমিয়া ঘোষিত বিদায় বারতা- দানি দূর – দূরান্তের আবাসে;
আদর্শের নিপীড়ন ঘটেছে এখানে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।