T3 শেষের কবিতায় উজ্জ্বল কুমার মল্লিক

ভূতের নাচ

ভূত, পেত্নীরা নাচছে মাঠে,
হাসতে আছে যে মানা,
তা ধিন, ধিন তা বোল তোলে,
যতেক গরুর ছানা।
ঘাপটি মারো, না নড়েচড়ে
টের-টি যেন না পায়,
ঘাড় মটকে নইলে খাবে,
উপায় পাওয়া ভার।
মরা রাজা, সব হাজা-গজা,
মালসাটে নাড়ে হাত,
ভেলকি লাগে ওদের দেখে,
কখন কে করে মাত।
কেউ ভূত, কেউ কিম্-ভূত
সব ভিন্ন ভিন্ন গোষ্ঠী,
আয়ারাম-গয়ারাম সব,
যতই হাসুক মিষ্টি।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।