ক্যাফে কাব্যে উজ্জ্বল কুমার মল্লিক

কুমীর-ডাঙ্গার খেলা

সারদা-নারদা এলো আবার
শুরু যে ‘কুমীর-ডাঙ্গার’ খেলা,
মন্ত্রি, সান্ত্রিরা নড়েচড়ে বসে;
গরিব-গুর্বো মুখ টিপে হাসে
হাঁকাহাঁকি কেবলই দেদার।
যা গেছে, তা যাক অমৃত-বাণী,
মমতা ভরা, সূক্ষ চতুরালি;
সাঙ্গ হবে খেলা, মালা চন্দনে
তামাশা ভরা, হাসি আলাপনে,
হাঁদা-ভোঁদা কেবল টানে ঘানি:
রোষানলে, অন্তর হয় ভারী।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।