ক্যাফে কাব্যে উত্তম চৌধুরী

দ্বিবিধ
তোমার কাছে ছলচাতুরি,
আমার কাছে সবুজ আকাশ।
তোমার পাশে দীর্ঘ ফাটল,
আমার পাশে অখণ্ড সব।
তুমি কেবল লাভের বশ্য,
আমি শুধুই ক্ষতির সমান।
তুমি কেবল সুযোগ খোঁজো,
আমি শুধুই ভাবতে থাকি।
তোমার আছে ওল্টানো চোখ,
আমার দু’চোখ চিরকালীন।
তোমার আছে ছেনালি মন,
আমার বিশাল আজন্ম ঋণ।