ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জী

শূন্য আমি

একদিন সবকিছু হয়ে যাবে শেষ,
কালো অন্ধকার আসবে নেমে দুচোখে।
এ জীবনের জমা খরচের হিসেব যাবে মিলিয়ে,
প্রতিটি ধূলো বালিতে শূন্য “আমি” শুধু থাকবে পড়ে।

প্রতিদিনের মতো রাত পোহাবে,
সকাল হবে, সূর্য হাসিমুখে আলো ঝরাবে।
হৈ হুল্লোড় , ব্যস্ততা কমবে না একটুও,
সুখ দুঃখের যাঁতাকলে কেটে যাবে-
সারাটা বেলা সংসারের।

কোনো কিছুই যাবে না থেমে,
পড়বে না কমা,দাঁড়ি, সেমিকোলন,
জগৎ চলবে তার নিয়মে।

যতক্ষণ আছি এ সংসারে
একবার চোখ মেলে দেখি চারিদিক,
যা কিছু দেখি, সবই রত্ন প্রায়,
নগণ্য বলে কিছু নেই।

নগণ্য যদি কিছু থাকে
সেটুকু বরাদ্দ থাক, শুধুই আমার জন্যে।

Spread the love

You may also like...

error: Content is protected !!