T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় উদয়ন চক্রবর্তী

গন্তব্য সবারই আছে
সেদিন যে কথা বলা হয়নি
কাটা ঘুড়ির সাথে ভেসে গিয়েছিল অজানা গন্তব্যে
সে ঠিকানা আর খুঁজে পাওয়া যায়নি
এখন চারিদিকে আমারই শব হাত ধরাধরি করে
শুয়ে আছে শূন্যতার দিকে তাকিয়ে
আকাশটা নিচে নেমে এসে
কথা বলছে পার্থিব বিষ্ময়কর ব্যর্থতার সাথে
আমি যার কাছ থেকে বিনা সংশয়ে নিয়েছি শুধু
কিন্তু কখনও তার সাথে আন্তরিক কথা বলিনি
সে আমার বাবা আকাশচর এখন
আমি কথা বলতে চাইলেও বলতে পারছি না
এখন বুঝতে পারি নদী সাগর এত কাঁদে কেন
আমাদের সুখ গুলো পাথর কেন হয়ে যাচ্ছে
আর আমরা ফুল গাছ থেকে ক্যাকটাস হয়ে যাচ্ছি মরুভুমির কান্নায় ভিজে
গন্তব্য সবারই আছে বাতাস শেষ হলে
শূন্যতা নেমে আসে মাটিতে আকাশ থেকে।