।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় নবনীতা চট্টোপাধ্যায়
by
TechTouch Talk
·
Published October 24, 2020
· Updated June 2, 2022
কুহক
স্বপ্নের ভিতরে গল্প এক সিন্দুকের…
বাদামী কোকোকাঠের মিনা কারুকাজ|
জলের গভীরে যে পথ দিয়ে
একদিন তুমি চলে গেছ
সন্ন্যাস নিয়ে নিরুদ্দেশে…
সেই পথ উজিয়ে ফিরে
কি এলে তুমি আবার?
সোনালি রোদ্দুর…হাওয়াময় উঠান…
টুপটুপ ঝরে যায় বিষণ্ণ নিমফল
উদাসীন সংলাপেরা আমাদের চারপাশে
পাক দিয়ে দিয়ে ঘুরে যায়|
কায়াহীন বৃষ্টিতে ভিজে যায় সাইকেল….
বাড়িটি
একটা বাড়ির মধ্যে পরিস্ফুট
হয়ে ওঠে আরো অনেক বাড়ি|
বেসুরো সুরে বাজে কলিংবেল
বাঁজখাই গলায় খুলে যায় সদর|
ম্লান রোদ্দুর, বাতাসে আদ্রতা
আঁধারবাড়ির গোলকধাঁধায় জলবাস্প শুষে
নিয়েছে দেওয়ালে পিঠ ঠেকা দেওয়াল|
হাজার শব্দ কখন চুরমুর হয়ে
হাত ধরাধরি করে নেমে গেছে খাদে|
তেল-হলুদের গন্ধ মেখে বাড়িটি
শুধু নিজেকে কয়েদখানা ভেবেছে|