|| মানচিত্র আর কাঁটাতার, হৃদয় মাঝে একাকার || বিশেষ সংখ্যায় উৎসব চ্যাটার্জী

e-স্বাধীনতা

ভারত স্বাধীন হয়েছে বলে ইংরেজী কবল থেকে
আজ কেন তবে এতো হাহাকার online mode মতামতের
মানুষ যন্ত্র – যন্ত্রমানব চালচলনে হাবভাবে…
Corruption যেন ধূলিকণা সম ছড়ায় নিজের বিস্তার
ভালোমন্দের মাঝের ফারাক বুঝতে চায়না কেউ আর!
স্বদেশ প্রেম আর মাতৃ আজ্ঞা আজ কোথায় রয়েছে আর?
e-মিলমিষ got a new trend sponsored by new media সম্ভার
এতো খোলামেলা Liberal gang পাকিয়ে চলেছে গোষ্ঠী
মন খুলে কেউ মত দেয় না – মুখেই কথা মধু-মিষ্টি!
ঘোঁট পাকিয়ে ক্ষমতা দেখাতে আজ নেইকো কারো লজ্জা
আজ মে সকলে virtual দেখে রাত্রে যায় শয্যা….
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।