T3 || আন্তর্জাতিক মাতৃভাষা দিবস || বিশেষ সংখ্যায় উমা বসু

বাংলা ভাষা আজ

বাংলা ভাষা আজ হাঁসফাঁস করছে
হিন্দি, ইংরেজি, উর্দু -র অকারণ
ভারী ভারী অলংকারের ভারে।
সহজ পাঠের সহজ কথা
জানেনা বাংলাভাষীরা।
ধর্মের বর্ম আঁট হয়ে বসেছে
বাংলা ভাষার বুকের ওপর ।
শহীদুল্লাহের বাণী ভুলে গেছে ওরা ।
ব্যকরণ কে বিদায় জানিয়ে
বিদেশী ভাষার মশলা মেখে
বাংলা আজ হয়েছে মিশ্র ভাষা ।
বর্ণপরিচয়ের সাথে পরিচয় যাচ্ছে কমে
বিদ্যাসাগর, বঙ্কিম, মধুসূদন
পুরোনো পন্থী আজ।
রবীন্দ্রনাথ, নজরুল ভুল বানানে,
ভুল উচ্চারণে নেতার ভোটব্যাঙ্কের ওজন বাড়াচ্ছে বেশ ।

ঢাকা, শিলচর, বরাকের মিছিলে
হেঁটে যাওয়া সতেজ প্রাণেরা
বাংলা ভাষার মান বাঁচাতে
বুক পেতে বুলেট নিয়ে
লাশ হয়ে শুয়েছিল রাজপথ জুড়ে ।
তারা আজ জবাব চাইছে
জল আর আগুন চোখ চেয়ে ,
বাংলা ভাষা ভালো নেই আজ।
দীনতার ছাপ তাঁর সারা শরীরে,

এর দায় আমাদের সবার ।
মাতৃভাষার ঐশ্বর্য ও যথাযোগ্য মর্যাদা
ফিরিয়ে দেবার অঙ্গীকার
তোমার, আমার
সবার ।
আজই সেই অঙ্গীকারের শপথ নেবার দিন ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।