মার্গে অনন্য সম্মান উজ্জ্বল অধিকারী (তান্ময়) (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা নং – ১৩৭
বিষয় – প্রতিশ্রুতি ভঙ্গ
প্রতিশ্রুতি
বাবা, আমি চলে এসেছিলাম হয়তো খুব কষ্ট পেয়ে ছিলে
কিন্তু কি করবো বল, আমি না এলে নতুন মা….।
বাবা, তুমি আকাশে আগের মতো প্লেন দেখ ?
মনে আছে বাবা- প্লেন নেব বলে বায়না ধরে ছিলাম
আমাকে সত্যিকারের প্লেন দেখিয়ে বলেছিলে
একদিন তোকে এই প্লেন উড়িয়ে নিয়ে যাবে
গলা পাঁজিয়ে ধরে ছিলাম, খুব ভয় পেয়ে ছিলাম ।
তোমার পুরনো দিনের কথা মনে পড়ে বাবা ?
পুতুল খেলতে গিয়ে সোনালী পুতুল নিয়ে চলে গিয়েছিল ।
তুমি বলে ছিলে, -তুই কাঁদিস না মা
দেখিস, মস্ত বড় জ্যান্ত পুতুল কিনে এনে দেব
যা তোর কাছে থেকে কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না-
সেই প্রতিশ্রুতিতে চোখ মুছলেও যন্ত্রণা ছিল কোথাও ।
মায়ের কথাটা আজও কি, তোমার মনে পড়ে বাবা ?
মা বলেছিল আমাকে মাথায় হাত বুলাতে বুলাতে
“আমার মতো মেয়ে জন্ম বৃথা হতে দেব না তোর ”
আর বছর না ঘুরতেই কথাটার সঙ্গে মা স্মৃতি হয়ে গেল ।
জানি না, আমার জন্য-না তোমার একাকিত্ব ঢাকতে নতুন মা এল ।
নতুন মায়ের নতুন অশান্তি শুরু হল আমায় নিয়ে
তুমি বুঝতে পারনি সেই একাকিত্ব ছিল এ অশান্তি থেকে ভাল
তোমার সেই ছোট্ট ছোট্ট ভাল লাগা গুলো ধীরে ধীরে
অশান্তির চাকায় পিষতে পিষতে ছোট হয়ে যাচ্ছিল
তাই তো সংসারের অশান্তি বাঁচাতে মামার বাড়ি এলাম
তুমি পাঠাতে চাইছিলে না কিন্তু নতুন মা জোর করে …..
আমি ও তো মানুষ আমার ও তো অভিমান থাকতে পারে
সেদিনের অভিমানটা বুক ছাপিয়ে গেলেও
আমার দু-চোখের কোন দিয়ে জলের বান ডাকতে পারেনি বাবা ;
আমার কষ্ট গুলোকে একে বারে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্যে ।
এখানে মামিমার নির্ভেজাল গালাগালি ও কাজের চাপ
তার মধ্যেই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বপ্ন দেখি ।
তোমার সেই পুজোর জামাটা এখনও আমি গায়ে দিই
সেটাও ক্রমে ক্রমে হাঁটু ছাড়িয়ে উপরে উঠতে শুরু করেছে
বয়স সন্ধিক্ষণে বেড়ে উঠা শরীরটাকে চেপে
তোমার সেই ছোট্ট মেয়েটি অনেক বড় হয়ে গিয়েছে ….বাবা
কোন কষ্ট থাকে ছুঁতে পারে না, কথায় কথায় সে কাঁদে না ।
বাবা, সেই পুকুরের পাড়ে বাঁশ ঝাড়টা আছে ?
যেখানে জোনাকি মিট্ মিট্ করে জ্বলতো
আমাকে ভয় দেখাতে না খেলে জুজু আছে বলে ।
বাবা, শিউলি গাছটা এখন আর ফুল দেয় ?
আমার মতো তো অকাজের নয়, কিছুই দিতে পারি না
জানি বাবা,
ফুলের গন্ধে ভরিয়ে দেয় নতুন মায়ের দাম্পত্য জীবনটাকে
শিউলির গন্ধে নাকি নতুন মার মন ও শরীরকে পুলকিত করে
গাছটা তাই তো আজও তোমাদের সাথে আছে । .
আমি পারলাম না বাবা, হেরে গেলাম জীবনের কাছে
তাই জীবন থেকে অনেকটা দূরে চলে গেলাম
তুমি দুঃখ পেওনা বাবা, আবার আসব ফিরে
তোমার আঙ্গিনা জুড়ে সাদা করে শিউলি হয়ে পড়ব ঝরে ।
আবার আমি আসব ফিরে বাবা… আবার আমি আসব ফিরে ।।