কবিতায় তপন মণ্ডল অলফণি

অবহেলায় অক্ষমতার

আমার নিঃস্বতা আমার একাকীত্বে /
এই যে আমি অভ্যাস করে ফেলছি তাচ্ছিল্য /
অপমান, গিলে খাচ্ছি নিত্য নতুন মুখোশ /
এই যে আমার মিথ্যে না বলার অক্ষমতা/
এই যে আমার তোষামোদি না করার দূর্বলতা /
এই যে আমার বিশ্বাস নিয়ে অট্টহাসি/
তারপরও মিষ্টতা দিয়ে ঢেকে রাখি /
আমাদের রাস্তাঘাট ফসল /
এইভাবেই লিখে রাখছি পাতায় পাতায় নিঃস্বতার ছবি /
লিখে রাখছি নির্ভেজাল একটা সূর্যোদয় অবহেলায় অক্ষমতায়/
লিখে রাখছি নীরব দাবিহীনতায় এক প্রতিবাদী আগুন/
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *