কবিতা সিরিজে তুলসী কর্মকার

১| নারীবিধি

গাছ তাঁকে জিজ্ঞেস করে
মা হতে চাও?
সম্মতিতে ঘাড় নড়ে
ধীরে ধীরে সম্পূর্ণ হয়
বীজ থেকে গাছ, গাছে ফুল ফোটে
ফুলমতি প্রশ্ন করে
বাবা হতে চাও?
গাছ নিরুত্তর
জবাব দাও।
আমি সন্তান স্নেহ জানি না
উদ্দেশ্য কেবল তোমাতে সুখ খোঁজা।
ফুলমতি লজ্জিত হয়
বিধেয় পর্বে মাগির ভেতর মা লুকিয়ে রয়।

২| নারীর পরিধি

পুনরাধুনিক আঁকা হয়
হাতি অপুষ্টিতে বাঘের প্রয়োজন শেষ
ক্ষমতার দৌড় স্থগিত পুরুষ ছুটে কামের পিছু
নারীর আয়ত্তে কবিতা থেকে কলকব্জা
কুরুক্ষেত্র প্রস্তুত
ধরে যাই বুকের উচ্চতাটি পাই
জানুসন্ধিতে বৃত্ত
কেন্দ্রীয় চাপকোণ থিটা
যেকোনো দৃষ্টিকোণে
১ ধর্ষণ
২ প্রেম
৩ অবৈধ আমন্ত্রণ
৪ বিবাহবিধি অতিক্রম করে সোনাপাখিটি বৃত্তে প্রবেশ করলে নারীর গতিবিধি টু.পাই.আর
সোনাপাখিকে গিলে খায়……

৩| নথিসামিল

ভূগোল পর্যালোচনা করে পাওয়া যায়
পৃথিবীর আকৃতি শূন্যের মতো
শূন্য একটি ধারক
শূন্য একটি বাহক
শূন্য একটি মেহফিল
শূন্য গোলাকার
অঙ্ক করতে গিয়ে দেখা যায়
শূন্য মানহীন
শূন্য একটি একক
শূন্য সংখ্যামানকে দশগুণ করে
শূন্য সংখ্যামানকে দশমাংশ করে
শূন্য সংখ্যামানকে অবিচল রাখে
দর্শন থেকে প্রাপ্ত
শূন্য একটি অস্তিত্ব
মাহাকাশ শূন্য দ্বারা বিস্তৃত
নারী শূন্যকে পূর্ণ করতে পারে
শূন্য নারীর সম্পদ
শূন্য সংখ্যার উৎপত্তিস্থল

৪| লাঠিয়াল

ফোটনসংগ্রহকালীল প্রকৃতি প্রত্যয়
বেলা বাড়ে উষ্ণতা বাড়ে
নদী পাড়ে মন
উতপ্ত বালি উতপ্ত জল
স্নান করতে করতে গরম হয় ঘ্রাণ
উষ্ণতা বিচ্ছুরণকালীন ব্যুৎপত্তি নির্ণয়
ঠান্ডা নদী
ঠান্ডা বালি
ঠান্ডা জল
স্নান করতে করতে শীত হয় ম্লান

৫| মিছিল

বাতাস থমথমে আছে কিছুটা উড়ে নেওয়া যাক
দিল্লী থেকে কলকাতা ঝাপটা মারতে মারতে
দোষ কোথায় কেন কলকাতা কেন দিল্লী
পেট কথা শোনে না
ভেঁদির মা বলে চলে শুনতে শুনতে অন্যমনস্ক হতে হয়
ভাতের তাগিদে গোলযোগ আছে
ডাল ঝোল টুকরো মাংসে বিলাসিতা আছে
তিনি পাখি পড়ান
পাখি শিস দেয়
ডানা নাড়তে নাড়তে এগিয়ে যেতে হয়
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।