কবিতা সিরিজে তুলসী কর্মকার

১| শব্দের গতিবিধি

মাধ্যম পাতা আছে কম্পাঙ্ক অনুভূত হয়
শব্দ চলেছে
বাদ বিবাদ কান্না হাসি দুঃখ সুখের অলিখিত একক
শব্দ ভাষার কাঁচামাল
আঁকে প্রেম করে নষ্টামি
সঞ্চিত প্রতিধ্বনি ভদ্রতা ছড়িয়ে সিণ্ডিকেট গ্রহণ করে
শব্দ কেবল শব্দ নয় ইশারা আঘাত অঙ্গভঙ্গি
নানা মাধ্যমে চলে
ভাত চুঁয়ে যায় মন মুখ চোখ নাক বুঝতে পারে
নিজস্ব স্বরলিপি জীব জড় সকলের আছে
পরিস্থিতির জানকারি বলতে থাকে কথা
কাঁসার থালাটা ঝনন করে মড় মড়াৎ করে ডাল
শব্দ আঘাত মাপতে পারে কতটা ক্ষতি হয়েছে জানে
মৌল যৌগ ব্যক্তি বস্তু প্রতিটি কণা মনোভাব প্রকাশ করে
চেনা পরিবেশকে অনর্গল আওয়াজে ভরিয়ে তুলে
শোনা যায় উত্তেজনার অভিব্যক্তি
নিরাকার চরিত্রযুক্ত চিৎকার
এসো রিসিভারে প্রকৃতি অনুভব করি………

২| বিবাহ বিশ্লেষণ

বাক্সটি বিশুদ্ধ লোহার
নির্দিষ্ট মেয়াদে মরিচা দ্বারা আক্রান্ত হয়
ঋতু ভেদে তারতম্য ঘটে
দণ্ডটি ইস্পাতের তাপের তারতম্যে শক্ত নরম হয়
অশুদ্ধি প্রভাব দ্বারা পরিচালিত
অকস্মাৎ আবেশ হলে তড়িৎ পরিবহন ক্ষমতা রাখে
দণ্ডতে জৈবিক ভোল্টেজ দেখা গেলে
ব্যবস্থা আয়োজন করে বাক্সবন্দী বাসর তৈরি করা হয়
দণ্ড ঘর্ষণ দ্বারা বাক্সের ভিতর বাহির করে
শব্দ উত্তাপ ফেনা উৎপন্ন হয়
মাত্রাতিরিক্ত ঘর্ষণে তরল আয়ন দেখা যায়
প্রবাহ শুরু হলে বাক্স দণ্ড থেকে ইলেকট্রন গ্রহন করে
অভিমুখ বদল হলে ইলেকট্রন ক্ষরণ করে
তুল্যমূল্য ঘর্ষণ ক্ষয়ে বাক্স ও দণ্ডের আয়ন বিচ্ছিন্ন হলে
অ্যানায়ন বাক্সের মরিচা সংগ্রহ করতে করতে জারণ পথে বাক্সরূপ ধারণ করে
ক্যাটায়ন বিজারণ পথে বাক্স মারিচা একত্রে দণ্ডরূপ হরণ করে
আকার সম্পূর্ণ হলে মূল বাক্স থেকে সৃষ্ট দণ্ড
অথবা
বাক্স বেরিয়ে ধৈর্যের সহিত পূর্ব পন্থা অবলম্বন করে

৩| বীজাণু

অভিযোগে রঙ আছে
দুঃখ আকারে তুমি আমাকে আমি তোমাকে বলি
উৎপত্তি
চাকরি টাকা পার্টনার বাড়ি গাড়ি মন শরীর
দাদা এদের একত্রে বর্ণচাকায় ঘুরিয়ে সাদা করে
প্রত্যাশা পুরণ হয় না, সত্যিটা চাপা পড়ে
সুগন্ধি কাঠি আছে
চালাকি হিংসে আসক্তি দ্বারা নির্মিত
দিদি আগুন লাগিয়ে ঘুরাতে থাকে
জ্বলন্ত গোল রেখা দেখা যায়
প্রকৃত তা নয়
দিকে দিকে মিথ্যে মিথ ছড়িয়ে পড়ে

৪| অন্তর্ধূম পাতন

যাপন পর্ব থেকে ফিলিংস
ব্যাটে না লাগা
উইকেটে টার্ন
অসম গতি
বোলার বিদ্রুপ
হাঁক দেয় ফিরে যাওয়া ধ্রুবক
চাওয়া বলে যা কিছু
সুপুরুষ সুব্যবস্থায় সুখ যাপন
ক্রমবর্ধমান টাকা
গা ভরাট গহণা
ঝকঝকে বাড়ি
অভিনব গাড়ি
চাওয়াতে লুকিয়ে লঘু অথবা ঘন
ইচ্ছা অনিচ্ছায় থেঁতলে কুচলে তচনচ
ধর্ষণকারী কেবল মানুষ না
মানুষ তো আমিও
উঁকি মারে প্রেমহীন স্বৈরাচারী ঈশ্বর
অট্টহাস্যে কামাতুর অদৃষ্ট…..
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।