কাব্য কথায় তনিমা হাজরা (গুচ্ছকবিতায়)

(১)
বুঝলাম আমি মেরিট লিষ্টে নেই,
খুঁজলাম আমি পায়ের তলার মাটি,
বাতাস বাতাস বুদবুদ চারিদিক।।
(২)
এমন একাকীত্ব চাই
যেনো মেধার মগ্ন জলে
বোধের পদ্ম ফুটে ওঠে,
এমন নিঃসঙ্গতা চাই,
যেনো হৃদয়ে তাকালে
নিজের প্রতিচ্ছবি নিজে
স্পষ্ট দেখতে পাই,
এমন হা আকার চাই
যেনো তীব্র সাদা পাতা,
জলের দাগ টুকুনও মলিনে আঁকড়ায়।
এমন নিরালা হব এই নিশ্ছিদ্র জনারন্যে
যেনো আমাকে আলাদা করে
শনাক্ত না করা যায়।।
(৩)
যে আমাতে বিষ দেখো,
সে আমার বিষটুকু নিও,
যে আমাতে অমৃত দেখো,
তাকে আমার অমৃত দিলাম,
আমার নিজের ভাগে
শূন্য রাখিলাম।।