হৈচৈ কবিতায় তনুশ্রী ঘোষ

হঠাৎ যদি
চুপটি করে ভাবছি বসে
যদি এমন হোত
আকাশ পানে হাত বাড়িয়ে
উড়ছি পাখির মতো
হঠাৎ যদি দেখা হত
মার্কোপোলোর সাথে
ঠিক তখনি নাম লেখাতুম
বিশ্ব পর্যটনে
নীল সাগরের অতল জলে
সেন্টিনারি দ্বীপে
ঢেউয়ের তালে নাচব আমি
রঙ মাখবো মুখে
গহন আঁধার ঢেউএর দোলায়
রাত নামবে বনে
গাছের মাথায় থাকব আমি
উপজাতির টঙে
সকাল হলেই ডিঙি চড়ে
ধরতে যাব মাছ
যাবই আমি সেন্টিনারি
যতই থাকুক কাজ।