বেমানান পরিস্থিতিতে মানিয়ে নেওয়া আজ অভ্যেসে দাড়িয়ে গেছে।
তাই তো নিজেকে আয়নার সামনে আর বেমানান লাগে না,
কাঁদতে কাঁদতে হাসতে হয়তো শিখিনি,
কিন্তু চোখের জল কাউকে বুঝতে দিইনি।
সেদিন শুধু মানাতে পারিনি নিজেকে,
যেদিন আমার চোখে চোখ রেখে বললি,
সম্পর্কের ইতি টানতে চাস-
মনকে বোঝাতে পারিনি আর মন কেঁদেছে ভেতর ভেতর,
কিন্তু চোখ সেটা বুঝতে দেয়নি কাউকেই,
দুঃখকে ঢেকে দিয়েছিল আমার হাসি ভরা ঠোট,
শুধু এটা বলতে চায়নি তোকে যে-
“থেকে যা না আমার জীবনে রোজকার অভ্যেস হয়ে,
যেখানে শুধু তুই থাকবি আমার-
আর আমি তোর হয়ে।“