কবিতায় পদ্মা-যমুনা তে বিচিত্র কুমার

হেমন্তী

কোন এক হেমন্তের পাতাঝরা পড়ন্ত বিকালে;
আমি বসে ছিলাম একা নির্জনে,
হলুদবর্ণের শাড়িতে সুদূরে উড়ে হাসছিলো এক তরুণী
হাজারো সুখের স্বপ্নের মাঝে ক্ষণেক্ষণে।
আমি কখনো ভাবিনি আমার ধূসর কল্পনার জগতে ;
স্বচ্ছ সাদা হৃদয়ে এভাবে কেউ রঙিন দাগ এঁকে দিবে।

ও যেন ছিলো এক প্রাণবন্ত হরিণী;
ডাগর ডাগর কাজলকালো দুচোখের দুষ্ট চাহনি,
কখন যে আমার কঠিন মন চুরি করে নিয়ে গেল হেমন্তী
অদ্ভুৎ এক নেশাতে আমি বুঝতেই পারিনি।
হেমন্তের রিমঝিম বাতাসে কালো কেশের উত্তাল ঢেউ;
আমার মনে হচ্ছেছিল সে যেন অনেক দিনের চেনা কেউ।

আকাশে বুক চিড়ে আঁধার নামে আলোকিত পৃথিবীতে
নীড়ে ফিরা পাখিদের কলতান থেমে যায় দিকে দিকে ;
শুধু থাকে আমাদের মুখোমুখি বসবার অপেক্ষা
জোনাকিরা মিটিমিটি কথা বলে থেকে থেকে।
অতঃপর মায়াবী সুখ তারা মায়ার আলোকচিত্রে ফিরে
ঝিরিঝিরি বাতাস হিমহিম লাগে বাড়ি ফিরার দিকে।

Spread the love

You may also like...

error: Content is protected !!