কবিতায় শঙ্কর তালুকদার

জন্মদিন
পুরাতন মালা ছিঁড়ে
নতুন সংযোজন
আজ জন্মদিনে নতুন গ্রহণ।
নব আশা, নব ভাষা
নব নব শ্বাস
আমি যাত্রী চলেছি।
সত্য, বলে যায় কানে
জন্ম-মৃত্যু একসনে
সখীসম করে খেলা,
সকালের আলো শেষে
রাতের কালিমা,
দুই দন্ড তারই মাঝে।
আসক্তির দর্প চূর্ণ করে
গভীরে দাও ডাক
আপন স্বত্ত বিকিয়ে
ভেসে যাও অমৃতলোকে
দিতে নতুনেরে স্থান
জন্মদিন তোমারে প্রণাম।