মার্গে অনন্য সম্মান শ্রী স্বদেশ সাধক সরকার (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পারিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১১১
বিষয় – গাঁটছড়া
মেকি অমেকি
চলছে খেলা ঘরে বাইরে
খেয়ালখুশি মত
ভাবছে যেন কেউ বোঝে না
রহস্য কি আছে !
মেকি অমেকি দুইই খেলা
চলে জগতে
মানে বোঝা বেশ কঠিন
বোধন মননে ।
দুইয়ে দুইয়ে চার হাতে
গাঁটছড়া কাপড়ে
শক্ত ভিতে গড়ে সংসার
ভবিষ্য জীবনে ।
উদার অবাধ মুক্ত জীবন
গাঁটছড়া দুর্বল
যখন তখন ভাঙ্গে সংসার
তরীখানি ডুবে ।
খেলা মাঠে খেলা ময়দানে
দলবদলে টাকা
এখন আবার রাজনীতি বলে
তোরা ছানাবড়া !
গোপন কথা গোপন লগে
গাঁটছড়া বাঁধে
সুযোগ বুঝে কোপটি মেরে
হাটে হাঁড়ি ভাঙ্গে ।
গাঁটে গাঁটে দারুণ ব্যথা
মলম দরকার
তির্যক হেসে গাঁটের ব্যথা
হায়রে সরকার ।
অর্থ কড়ি ধন দৌলত
মান সম্মানে
যুগে যুগে ঐতিহ্য নিয়ে
বাঁচে সসম্মানে ।