কবিতায় বলরুমে শম্পা সাহা

একটা তুই
আমার রাতের সন্ধ্যা তারা হবি?পথ হারাবো তোকেই বুকে রেখে।
আমার উঠোন,হবি সাঁঝের প্রদীপ?এগিয়ে যাবো আঁচল-ছায়ায় ঢেকে !
হাতটা ধরে ছোট্ট বেলার মত,চাই পেরোতে ধূ ধূ একলা মাঠ।
বৈশাখী রোদ এড়িয়ে যাবোই ঠিক, আঙুল যদি আঁকড়ে তোর হাত।
তুই যদি চাস নাম দেবো তোর স্বপ্ন,দেখবো তোকে খোলা চোখেই রোজ।
আদর,চুমোয় রক্তিম আহ্লাদ, চোখের তারায় ,অসীম নিজের খোঁজ।
তুই কি আমার একলা আকাশ হবি?হবি আমার সব পুনমের চাঁদ?
তুই চাইলে দুনিয়া ছাড়তে পারি,একটা শুধু তুইই পাশে থাক।