কবিতায় বলরুমে উত্তম

শুভ সন্ধ্যা

এইতো সবে সন্ধ্যা হলো,
চারিদিকে ঘর নিস্তব্ধতা আর
ঝি ঝি পোকার ভারী গলার ডাক,
সদর দরজার খিল খুলে
আজই প্রথম তুই পা দিলি
উন্মুক্ত উঠানের দিকে।
যার মাঝে সাজানো ছোট্ট
একটা তুলসী তলা,
যার গায়ে সাদা খারি মাটির আলপনা দিয়া সাজানো,
আলতা পায়ে, নূপুর সরায়
তুই প্রদীপ দিলি তুলসী
তোলার বুকে,
চারিদিকের নিস্তব্ধ অন্ধকার
থেকে ছুটে এলো অজস্র
ঝি ঝি পোকা,
টুকরো আলোয় আলোকিত করলো তোর উন্মুক্ত উঠান,
তোর বা হাতের সঙ্খো হারিয়ে দিচ্ছে আমার চিৎকার,
তোর ডান হাতের প্রদীপ হারিয়ে দিচ্ছে আমার
বুকের আগুন।

Spread the love

You may also like...

error: Content is protected !!