ক্যাফে ধারাবাহিক গল্পে সুব্রত সরকার (পর্ব – ৪)

অন্তরার শেষ কথাগুলো

চার

এই ঘটনার দু’দিন পর ডুলুং এর এম ফিলের পরীক্ষা ছিল। ও পরীক্ষা দিয়ে সরাসরি হসপিটালে চলে এসে মায়ের পাশে দাঁড়িয়েছিল। অন্তরা আধো ঘুমে, আধো আচ্ছন্নতার মধ্যেও বলেছিল, “তোর সব পরীক্ষা শেষ হয়েছে? আমি ঠাকুরকে খালি বলেছি, ঠাকুর মেয়েটার পরীক্ষার আগে যেন আমার কিছু না হয়। এবার তো আমি চলে যাব রে। বাবাকে নিয়ে ভালো ভাবে থাকবি। পি এইচ ডি টা করবি। আমি বাবাকে বলেছি, তোর পি এইচ ডি কমপ্লিট হলে তোকে যেন খুব সুন্দর একটা উপহার দেয়।”
ডুলুং খুব শক্ত মনের মেয়ে। আবেগকে বশ মানাতে পারে। ও কষ্ট ও কান্না চেপে রেখে বলে, “মা, কাল তো তোমার বার্থডে! তুমি কেক কাটবে। কাল তোমার বার্থডে সেলিব্রেট করব।”
অন্তরা একথা শুনে কি মিষ্টি করে হেসেছিল। একদম শিশুর মত হেসে বলেছিল, “ধুস, হসপিটালে কেক কাটিস না!”

Spread the love

You may also like...

error: Content is protected !!