ক্যাফে কাব্যে সৌম্য ঘোষ

বিষণ্নতার গান

হাত ধরলেই বলা হয় না ভালোবাসি
কিম্বা যুদ্ধ শেষ হলেই শেষ হয়না দ্রোহ/
অথচ মাটির নীচে জমা থাকে যে জল/
তার বিশুদ্ধ পরাণ দেখে
মেটাতে চেয়েছিলাম আমাদের তৃষ্ণা,/
তৃষ্ণা কাতরতায় মিলিয়েছিলাম গলা/
সকল বিষণ্নতার গানে
অনাহারী পাখিরাও মিলিয়েছিল সুর;
যারা উপাসনার খাতা রাঙায় রক্তে
তাদের জন্য কোন শোকবার্তা রেখে যেতে/
চাই না।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।