T3 || ঘুড়ি || সংখ্যায় সঞ্জীব সেন
ঘুড়ি
কবিতায় অতিসচেতন লাইনগুলো কেটে দিচ্ছি
কারণ আর প্রয়োজন নেই
বাটানগরের আকাশে অনেক ঘুড়ি
তোমার ঘুড়ি নেই
আকাশে তাকাইনা, তবুও মনে হয়
কোথাও না কোথাও স্থির দাঁড়িয়ে
হাতে লাটাই -সুতো, চিরমায়া
দাঁত চাপা অধর কৌতূক কিম্বা বিদ্রুপে
দৃষ্টি আকাশের দিকে
মনে হয় জগৎ সংসার শুধু তোমারই
এসময় বৃষ্টি এলো
নিচে তোমার মা ডাকছে, তুমি যাচ্ছো না
সব মনে আছে , তবুও, আজ সকালে
মনে হলো এই কবিতায় অতিসচেতন
লাইন গুলো কেটে দিই এক এক করে
কারণ আর প্রয়োজন নেই