কবিতায় শুভাশিস সাহু

আমাকে সমুদ্রে ফেলো
প্রেম উড়বে ঝড়ে,
ঝড়ের প্রশান্ত হাওযায়।
যখন অদম্য চাওযায়,
হাওয়া রে;_প্রশান্ত হাওয়া।
চারিদিকে নির্বিঘ্ন ঘনঘটা ঝড়ের
প্রশান্তি, এখন দেখি এলে জলে
ঘোলা হয়ে আছে শরীর স্পর্শ;
নির্বিঘ্নে পৃথিবী পেরিয়ে যেতে পারো,
তোমাকে বর্ষা আটকায় কখন।
বর্ষা তুমি বর্ষা
বৃষ্টির মতো এসো,
মেঘের মতো উড়িয়ে নিয়ে
আমাকে সমুদ্রে ফেলো।।