সাপ্তাহিক ধারাসম্পাতে সিদ্ধার্থ সিংহ (পর্ব – ২৪)
কেমিক্যাল বিভ্রাট
না, এগুলো বোধহয় অঙ্কের নয়! তবে কি বিজ্ঞানের কোনও সাংকেতিক সূত্র! হলেও হতে পারে! নাকি অন্য কোনও কিছুর! তা-ই যদি হয়, তা হলে কীসের?
লোকে তাঁকে বিজ্ঞানী বলে। দেশ বিদেশের বড় বড় নানা সেমিনারে তাঁকে বক্তব্য রাখার জন্য উড়িয়ে নিয়ে যায়। আর তিনি কিনা বুঝতে পারছেন না এটা কীসের চিহ্ন! কেন? কেন? কেন?
মনের মধ্যে যখন এই প্রশ্নটা বারবার উঁকি মেরে তাঁকে অস্থির করে তুলেছে, ঠিক তখনই আবার তাঁর চোখের সামনে ভেসে উঠল সেই চিহ্নগুলি। আর সেটা দেখেই তিনি সঙ্গে সঙ্গে এই ‘কেন’র খোঁজেই ওই চিহ্নগুলির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তাকিয়েই রইলেন। এক মুহূর্তের জন্যও চোখ সরালেন না। শুধু খুঁজতে লাগলেন, এই চিহ্নগুলির সঙ্গে কোন চিহ্নের সামঞ্জস্য আছে! কোন চিহ্নের!