কবিতায় শম্পা সামন্ত

হাইজ্যাকিং সকাল
স্মিতহাস্য আর শ্রীচরণেষু পিঠোপিঠি নয়।
অথচ ধারাগোল বাজারে ঝালমুড়ি কিনতে হল দেদার।
অনন্ত আলোক যেই তোমার অপরিণামদর্শী জ্ঞান ও জ্ঞানশূন্য আস্ফালনের তফাৎ নিয়ে গবেষণা করতে ব্যস্ত, সেই অবসরে বোতল পূর্ণ করলে আমের আচার।
এই সম্ভাবনাময় নাটক কখনোও বিদ্যাবুদ্ধির ধার ধারেনা।
দ্যাখো এই অভিনয় সমৃদ্ধ সকাল ও হাইজ্যাকিং হয়ে যায় বৃষ্টির উড়ন্ত দুপুরে ঘুম চোখে।