দিব্যি কাব্যিতে অতীশচন্দ্র ভাওয়াল

বাদশা -বেগম 

একজন প্রেমিকা আসলে
একজন ডাকাত প্রেমিককেই বেশি ভালোবাসে
যে কিনা
সিঁদ কেটে লুঠ করবে তার গোলার ধান
লকারের অর্থ, গয়না
বালিশের নিচে লুকনো চাবির গোছা ,
তারপর একদিন তাকেও
লুঠ করে ভালবাসার প্রাসাদে হবে বাদশা
সে বেগম ।
Spread the love

You may also like...

error: Content is protected !!