কবিতায় সুনৃতা রায় চৌধুরী

বিগত বসন্ত দিনে
সেই এক বিগত বসন্ত দিনে
দেখা হয়েছিল এক পলাশের মাঠে
চোখ ভরে দেখেছি শুধু দিগন্ত জোড়া রক্তরাগ
লাল রঙা মাটির বুকে ঝরা পলাশের আরও আরও লাল
থৈ থৈ রক্তিমতায় শুধু দু’জনের হাতে হাত
কথা ছিল না কারো মুখে
কেবল নীরব বিস্ময়ে চেয়ে থাকা….
ঠিক সেই ক্ষণে
দিনান্তবেলার সূর্য তার শেষ লালটুকু ঢেলে দিল
পলাশের বুকে, লাল মৃত্তিকার কোলে
সেই লালে ভিজে গেল তোমার হৃদয় আমার হৃদয়
সেই অপার্থিব সৌন্দর্য বুকে রেখে কিছুক্ষণ
অনুভব করেছিলাম সেই পরম সুন্দরকে
সেই বোধ সঞ্চারিত হয়েছিল রক্ত থেকে রক্তে
শিরা ও ধমনী বেয়ে
মননে মননে, মনে পড়ে?
সেদিন সেই বসন্তে আলো মেখে, রোদ মেখে, রক্তরাগে ভিজে
পায়ে পায়ে ফিরে এসেছি আবার
কখন হারিয়ে গেছি যে যার নিজের অন্ধকারে।