কবিতায় মিলন মাঝি
অনুক্ত
যে যন্ত্রণা বুকে নিয়ে তাকে “তুমি” বলে ডাকি
সে যন্ত্রণা আজও আমায় করছে যাপন
যে ইচ্ছা গুলো মরুঝড়ের বুকে দিয়েছি উড়িয়ে
সে স্বপ্ন চোরাবালির মাঝে করছে হাঁসফাঁস
শুধু “তাকে” বুঝে নিতে।
শরীরের গায়ে শরীর মেখে কি সুখ দিয়েছে ধরা !
আমার সাজানো ড্রেসিং টেবিল, ফুলের টব,
দামি শাড়ি, সোনার কানের দুল, হীরের অংকটি …
সযত্নে পরা “তার” নামের সিঁথির সিঁদুর কপালের টিপ …
ফেলে আসা স্মৃতির নোনা জল!
আমি তাকে “তুমি” বলে ডাকি, তুই তো শুধুই ভাবনা
অনেক না বলা কথা তুই থেকে তুই তেই …
আজও আছিস তাই …তুই যা ছিলিস আগে-
ফুচকা চটপটি আর না বলতে পারা কবিতার সাথে ।
এখনো লিখি কবিতা, এখনো করি গান …
লিখি কতকিছু লিখি শতশত নাম!
মনের গভীরে রয়েছে যে “তুই” গাঁথা
কখনো কবিতায় পারিনি তা লিখতে …
যে যন্ত্রণা বুকে নিয়ে তাকে “তুমি” বলে ডাকি –
…শুধু তোকে!”তুমি” বলা হলো না।।