গদ্য কবিতায় সায়ক দাস

রাকাস্মিতাকে – ৪
অথচ, তুমিও ঠিক মানুষের ধর্ম মেনে দূরে চলে যাবে , এ সহজ সত্য বুকে বসিয়ে নি। ঠিক যেভাবে, ভোরের আগে আমাকে ছেড়ে গেছে আমার চিরাচরিত ছেঁড়া শব্দ! যেভাবে রাতের পর রাত আমায় ছেড়ে গেছে মশারির মধ্যের ঘুম! অথচ, এই সহজ সত্য, এই চিরাচরিত গমন আমাকে দাঁড় করিয়ে দিয়েছে একটা মাঠের সামনে, যে মাঠের সামনে সূর্যের শেষ আলো রাঙিয়ে দিয়েছে আমার পায়ে মারানো ঘাসফুলকে!
এই মাঠের ধারে শেষবারের মতো তুমি পারলে আমায় জড়িয়ে ধরো !