ক্যাফে কাব্যে সুদীপ্তা রায়চৌধুরী মুখার্জী
by
TechTouch Talk
·
Published
· Updated
এক রাশ কবিতা নিবতে নিবতে ফ্ল্যাশ নিউজ়ের ট্যাগ লাইন হয়ে যায়,
পতঝড় শাওন বসন্ত বাহার হয়ে লিখে যায় কোনও এক অনাঘ্রাতা রাতের অফুরান বৃত্তান্ত তোর পরিযায়ী ল্যাপটপে…
স্থানীয় সংবাদ দাতা নিজস্ব কৌশলে মেঘের বিবৃতি আর চাঁদের বয়ান কে মিলিয়ে দেন আপিক্ষার দরবারে,
প্রেম সেই পলেই জাদুর রঙে বুলিয়ে যায় প্রমার
মোহ…
হেঁয়ালির অলঙ্কার এড়িয়ে যে কান্নারা অপেক্ষার মায়াডোরে,
তারাও অমিত্রাক্ষরে আলোজন্মের কথা বলে।
বিরহী বৃক্ষ শরীরি মূর্ছনা আর ভ্রান্ত মিলন কে অযথার আবেদনেও কি মেলাতে পারে?
নিভৃত বেদনা নির্বাক বিহ্বলতায় রচনা করে পরিপূর্ণ সিম্ফোনি।।