প্রবাসী মেলবন্ধনে সায়েদুর রহমান ভিয়েনা, অস্ট্রিয়া

বিকেল হলেই
বিকেল হলেই আমাদের কথা ফুরিয়ে যায়
বিকেল হলেই মোড়ের দোকান থেকে মদ আর রুটি কিনে আনি
বিকেল হলেই নিজের সাথে নিজে, একা পায়চারি
বিকেল হলেই শুরু হয় রাত্রির হিসাব নিকাশ
তোমার বাড়ির পাশেই কিন্তু রাত্রির বেলার কারবার।
বিকেল হলেই রংতুলিতে ফুলের ছবি আঁকি
বিকেল হলেই হিসাব মিলাই কতোটা দিলাম ফাঁকি
বিকেল হলেই পদ্যের সাথে গদ্যের মিল খুঁজি
বিকেল হলেই অবুঝ আমি তোমার জন্য কাঁদি
বিকেল হলেই শঙ্খ নদী, বিকাল হলেই গান
বিকাল বেলা তোমায় দেখে জুড়ায় আমার প্রাণ।
সন্ধ্যারাত্রির ঘনঘটায় বিকেল যখন ভাগে
বুক পকেটে তোমার দেয়া চিঠি পড়ে থাকে
বিকেল বেলার গল্পগাথা, বিকেল বেলার সুর
অম্লমধুর স্মৃতি আমার, লাগে বড় মধুর
বিকেল হলেই তোমার জন্য রক্ত- জবা ফোটে
বিকেল হলেই তোমার জন্য হৃদয়ে ঝড় উঠে
বিকেল হলেই প্রেমিক আমি, বিকেল হলেই ভবঘুরে
বিকেল বেলার প্রেমই আমায়, কামনার জলে ভাসায়
বিকেল বেলার রাগ- অভিমান, বিকেল বেলার স্বপ্ন
তোমার কোলে মাথা রেখে, আকাশ ছোঁয়ায় মগ্ন
বিকেল হলেই নীল আকাশ হই আমি, বুকে চন্দ্র- তারা
বিকেল বেলার প্রেমই কিন্তু প্রেমের মধ্যে সেরা।