মার্গে অনন্য সম্মান চিরশ্রী কুণ্ডু (অবন্তিকা) (সেরার সেরা)
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
পাক্ষিক প্রতিযোগিতা পর্ব – ১১
বিষয় : স্বপ্ন উড়ান
তারিখ : ০৭/০৯/২০২০
জীবন শিক্ষা
কাব্য জগতের আড়াল থেকে
সূচনার এক বিকাশের তালে
স্বপ্ন আজ পারি দিয়েছে
এক রহস্যের উন্মাদনার স্রোতে,
পরিসরের বাঁধন খুলে উঁকি দিয়েছে
প্রাণ খোলা এক জীবন তরী ,
উন্মুক্ত চেতনা আজ উন্মেষ ঘটায়
জীবনের বইয়ের প্রতি পাতায় ,
ইচ্ছে উড়ান হাজার আশায়
সেই দেশের আঙিনা পাড়ে
মনের আশা মনের কথা
কেই বা সেথা বুঝতে চায় গভীরে,
ব্যক্তিসত্তার জাগরণ যাত্রা
শুরু করেছে এক প্রবীণ খেলায়,
হাজারো স্বপ্ন খোঁজ চালিয়েছে
শূন্যতার চাহিদার অবকাশের তালে,
মানবতার কল্যাণে কাজ সান্নিধ্যের অবকাশে
হাজারো বাঁধায় সেই জীবন খেলায়,
গভীরতা পথ চিনেছে নতুনের মাঝে
দিনের নতুন এক আশার বাঁধনে,
স্বপ্নের দেশে পাড়ি দিয়ে পথ
একেলা ভাবায় জীবনের শিক্ষায়তনে।