তোমার জীবনে যেন না আসে কোন দুঃখ,
সর্বদা ভরে উঠুক জীবন যাত্রায় পরম সুখ।
আমি তো এক অতি সাধারণ কবি,
তাই চিত্রাকারে আঁকলাম মোর স্মৃতির ছবি।
তুমিই তো রবে সর্বদা মোর স্মৃতি,
কি অপূর্ব প্রকৃতির সৃষ্টি তুমি, এটাই হয়তো বিধাতার রীতি।
রয়েছো তুমি মোর নিকট হতে দূর-বহুদূর,
তবুও যেন মনে হয় কর্ণে বাজে তোমারই সুর।
তোমার ওই টানা টানা চক্ষু দুটি পারছি না ভুলতে,
হৃদয়ের প্রতি স্পন্দনে চাই আঁকতে।
এ যেন এক অদ্ভূত নয়নের টান,
আমি যেন হয়ে যাচ্ছি দিশেহারা প্রাণ।