প্রবাসী মেলবন্ধনে কল্লোল নন্দী (আটলান্টা) (পর্ব – ৮)

দৈনন্দিন – ৭

পার্থ উত্তেজিত হয়ে বলল, মুরলি দেখছ কি খবরটা? “কাঁচড়াপাড়ায় পালিত হল করােনা পূজা”। মুরলি বলল, পার্থ তােমাকে আমি বলেছিলাম করােনা-তারিণী পূজাটা শুরু করে ফেল। ভাবলে মজা করছি তােমার সাথে। এখন নিজের চোখেই দেখ। আমি আর কি বলব?

দৈনন্দিন – ৮

মুরলি জিজ্ঞেস করল, আচ্ছা পার্থ, তােমার বাড়ির সব তরকারিতে একটু ব্লিচিং-এর গন্ধ পাচ্ছি কেন বলতাে?
পার্থ বলল, সব সবজি-পাতি থেকে করােনা ধুয়ে তবে রান্না করা হচ্ছে আজকাল। তাই। – ও! এত তেল-মশলা দিয়ে কসিয়ে রান্না করলেও করােনা যায় না বুঝি?
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।