সাপ্তাহিক ধারাবাহিক ঐতিহ্যে “কলকাতার চার্চ (কোম্পানীর যুগ)” (চিত্রপর্ব – ২) – লিখেছেন অরুণিতা চন্দ্র

কলকাতার চার্চ (কোম্পানীর আমল) – চিত্রপর্ব ২

ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কোম্পানির উদ্যোগে কলকাতায় চার্চ অব ইংলন্ডের অধীনে প্রতিষ্ঠিত অফিসিয়াল চার্চ ছাড়াও অন্যান্য ইউরোপীয় মিশনারিদের উদ্যোগে প্রতিষ্ঠিত যে প্রটেস্টান্ট গির্জাগুলির কথা বলা হয়েছে সেগুলির চিত্রপরিচয় দেওয়া আবশ্যক পরবর্তী পর্বে ব্রিটিশ মিশনারিদের কার্যকলাপ আলোচনার পূর্বে।
১। ১৭৮৬ খ্রিষ্টাব্দে শিল্পী Thomas Daniel এর তুলিতে Old Mission Church
২। ১৮৮০ খ্রিস্টাব্দে Francis Frith এর তোলা ছবিতে Old Mission Church
৩। Mission Church প্রতিষ্ঠাতা John Zachariah Kiarnander (1710-1799)

৪। বর্তমানে ওল্ড মিশন চার্চ ও তার অভ্যন্তর

৫। James Baillie Fraser-এর অঙ্কনে ১৮২৬ খ্রিষ্টাব্দে St. Andrews Church

৬। ১৮৭৮ খ্রিষ্টাব্দের St. Andrews Church এর স্থিরচিত্র
৭। বর্তমানের St. Andrews Church। সেই বিতর্কিত মোরগটি স্পষ্ট ভাবে লক্ষিত হচ্ছে।
৮। St. Andrews Church- এর অভ্যন্তর
৯। Duff Church – এর প্রতিষ্ঠাতা Sir Alexander Duff (1806-1878)
১০। বর্তমানের ডাফ চার্চ

(চলবে)

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।