কবিতায় সঙ্গীতা পাল

সরল সুখ

মাটির ঠোঁটে ফুল পাখি প্রজাপতির গান
তারায় তারায় স্নিগ্ধ আলো উঠোনময় গড়াগড়ি!
সুরভিত মলয় ধুয়ে যায় দেবালয়ের সিঁড়ি,
সাবলীল বাসনা মাথা ঠুকে আদ্র বিহ্বলতায়!
জৌলুস হীন সাদা জীবন নকশিকাঁথা সুখ
পরতে পরতে হৃদ্যতা ঢাকা বাঁশিতে সাম্যের সুর।
প্রাচীন বটের হলদে পাতায় লেখা থাকে
পরম্পরার পদাবলী,
ঝঞ্ঝাট হীন নির্মোহ স্বপ্ন পথ হাঁটে আপন প্রত্যয়ে।
সুখের অসুখ নেই অবিরাম চলা………..
আকাঙ্ক্ষার থলি সারল্যে মোড়া।
ধ্যান জ্ঞান বৈভব মাটির কাছে জমা,
শীতল ঘুম সবুজ স্বপ্নের হাতছানি
কেটে যায় কালবেলা।
পাখির ডানায় গোধূলি নামে
নৈসর্গিক অপরা মেদিনী মায়া!
জীবন দেবতায় বাঁধা থাকে বিশ্বাসী মন,
চিত্তের সুখ খোঁজে নিষ্কাম সমর্পণ।
মহাকালের হাওয়া কড়া নাড়ে দুয়ারে
গেয়ে ওঠে পাখি ভিন্ন সুরে গান।

Spread the love

You may also like...

error: Content is protected !!