আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ সুমিতা পয়ড়্যা

মাতৃভাষা

মাতৃভাষা হল মায়ের মুখের ভাষা
মাতৃভাষা হল পবিত্র বন্ধনের আশা।

মাতৃভাষা হল অমরতার অমোঘ শক্তি
মাতৃভাষা হল মহাশক্তির চরম ভক্তি।

মাতৃভাষা হল মস্তিষ্কের বিকশিত
উর্বরতা
মাতৃভাষা হল স্বভাবগত সহজাত উৎকর্ষতা।

মাতৃভাষা হল অতি মাত্রায় সহজ সরল
মাতৃভাষা ব্যতীত ভাষা পিয়াসী গরল।

মাতৃভাষায় অনুরাগ মানব জাতির উন্নতি
মাতৃভাষায় আত্মশ্লাঘা আনন্দের সম্মতি।

Spread the love

You may also like...

error: Content is protected !!