কর্ণফুলির গল্প বলা সাপ্তাহিক ধারাবাহিকে সৈয়দ মিজানুর রহমান (পর্ব – ২৩)

অনন্ত – অন্তরা

সন্ধ্যা ফোনটা দেখবি না ?
হ্যাঁ দেখব এইদিকে দে দেখছি, বাহ অনেক সুন্দরতো সেটটা – একটা কাজ করো আয় আমরা পাল্টাই ।
ইস! এই তুই ফোন দে আমার আর দেখতে হবে না ।
দেবো না – এটা আমার সেট ।
মানে কী? এতো সখ করে আমি আনালাম এখন বলে কিনা এই সেট ওর! এই তুই আগে সেট দে তারপর অন্যকথা-
জ্বী-না , এটা আমার সেট ।
কী করে বলতে বলতে সেট ব্যাগে ঢুকাচ্ছিস কেন?
আমার সেট আমি ডুকাবো নাকি বাইরে রাখব সেটা আমার একান্ত ইচ্ছে তুই এটা বলিস কেন?
ঠিক আছে ঐ সেট নিয়ে আমি আর কোন কথা বলবো না – তোর যা ইচ্ছে কর আমি এখানে নামবো । এই ভাই এখানে রাখেন ।
এই রিক্সা আপনি চালিয়ে যান ঐ পাগলের কথা শোনা লাগবে না ।
কী বলে এইসব আমি নাকি পাগল
এই চুপ – তুই পাগল একটা কথা বলবি না ।
ঠিক আছে তুই ও আমার সাথে কথা বলবি না, ঠিক আছে?
ঠিক আছে আমি এখন তোর সাথে কোন কথা বলবো না ।
এখন না শুধু, কখনও কথা বলবি না ।
সেটা সময় এলে দেখব গাধা !
আর কোন কথা নয় দুজনেই রেগে ভোম ! শুধু চোখাচুখি আর অন্যদিকে তাকিয়ে থাকা । সন্ধ্যার বাসার সামনে এসে নেমে গেল কোন কথা বলল না ।
অনন্ত চলল নিজের নীড়ে ফিরতে, নেমে ভাড়া দিয়ে সোজা রূমে । ফোন বেজে উঠলো দেখে সন্ধার কল রিসিভ করলো না – ম্যাসেজ লিখে দিলো ঐ সেট তোকে দিয়ে দিলাম ওকে । তোর অনেক পছন্দ ভেবেই এই সিদ্ধান্ত নিলাম- ভালো থাকিস ।
আজ অনেক আগেই বাসায় ফিরেছে তাই অনন্ত ভাবছে একটু ঘুমিয়ে নেবে । ফ্রেস হয়ে শুয়ে পড়লো মোবাইল অফ করে দিয়ে ।
দরজায় নক করলো কোন সাড়া পেলো না কিছু সময় অপেক্ষার পর আবার নক করলো এবার সাড়া পেলাম, মিলি দরজা খুলে দিলো, কী খবর কেমন আছো তোমারা সবাই?
জে- ভালা আছি , আফনে কেমন আছেন?
ভালো, চন্দ্রা কোথায়?
ঐ দিকে খ্যালতাছে-
ওকে ডেকে নিয়ে আয় বল আদরমা এসছে ।
আইচ্ছা –
আদরমা আইছে চন্দ্রা – তোমারে ডাহে আদরমা
আদমমা এসছে? কোথায়?
ঐ রুমে –
আদরমা –আদরমা ও আদরমা! টূমী কেমন আছো?
এইতো মা ভালো – এই দেখো তোমার জন্য অনেক খেলনা নিয়ে এসছি ।
দেখি দেখি – ওয়াও এতো খেলনা !! আদরমাকে একটু আদর করে দেই – বলে গালে লম্বা একচুমো ।
হি হি হি ঠিক আছে মা হয়েছে – কী মিষ্টি আদর – এটা না দিলে কী আমার মন ভরতো মা ? তুমি অনেক লক্ষী একটা মেয়ে । ঠিক আছে মা তুমি এইগুলি নিয়ে খেলা করো তারপর একটু পড়ো কিন্তু কেমন ?
ঠিক আছে আদরমা । তুমি চা খেয়ে যাও।
না মা আমার তাড়া আছে – আসি মামনি , ভালো থেকে । টা টা –
টা টা আদরমা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।