প্রবাসী ছন্দে এস. এম. ইব্রাহিম খলিল (বাংলাদেশ)

গাছ লাগাও
সামনে আসছে বর্ষা ঋতু
বৃক্ষ লাগাও তাই,
গাছে গাছে ছেয়ে তুলো
মাঠ আঙিনা ভাই।
সবুজ হলে সোনার ভূমি
সুখের ছায়া হবে,
গাছ লাগিয়ে ভরে তুলো
বিরান ভূমি ভবে।
সবুজ শ্যামল শান্তি ছায়া
মনে তৃপ্তি আনে,
ঘুরে ঘুরে মায়ের কাছে
সদা আমায় টানে।
দুজন মিলে একটি গাছ
কিংবা একে এক,
ফলজ,বনজ বৃক্ষ লাগাও
বিরান ভূমি টেক।
গাছ লাগালে শান্তি পাবে
সবুজ শ্যামল ছায়া,
সবুজ লতা এলিয়ে রবে
তোমার পথের কায়া।
ফল হবে কাঠ পাবে
ঔষধ লাকড়ি কত,
গাছ লাগাও মিলে মিশে
যত খুশি ততো।