কবিতায় সারদামণি মণ্ডল

অপেক্ষা

রাতের প্রহর গুলোই শুধু জানে –
চোখের কোণে কালি তো রাত জাগার ফসল।
নীরব বালিশ যে ইতিহাস সম সাক্ষী …
নোনা জলে ধুয়ে গ্যাছে চোখের কাজল ।
চাওয়া পাওয়ার অঙ্ক কষে ক্লান্ত এ মন,
হিসেব মেলে না কিছুতেই….
ঊষার আলো চোখে জ্বালা ধরায় ,
ভোরের বাতাসেও স্নিগ্ধতা নেই ।
কথা বললেই শুধু শুধু ঝামেলা বাড়ে,
সযত্নে বন্দক রেখেছি তাই…..
তুমি চাইলেই ফেরৎ আনতে পারো,
এখানে সুদের কোন কারবার নাই ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।