T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় ডা: সত্যব্রত মজুমদার

নিরাশার ওপারে 

নমস্কার, প্রতিদিনের” নিরাশার ওপারে” পুস্তকটির বিক্রেতা, এই অধম সনাতন গড়াই, ভোরের ধানবাদ হাওড়া, কোলফিল্ড সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের নিত্য সাথী, “মৌর্য তরফদার,” এই হতভাগ্য দেশের একজন শিক্ষিত বেকার, যোগ্য কর্মের লড়াইয়ে পরাজিত সৈনিক, জীবনের বহু ইন্টারভিউ এর অসফল প্রার্থী, জীবন যন্ত্রণার হতাশায় পঞ্চাশের দোরগোড়ার বয়সে পঙ্গু হয়ে বিছানায় শয্যাশায়ী, স্বার্থের সজনেরা সকলেই পিছু হঠেছে — তাঁর লিখিত চার ফরমার এই বইটি, বিভিন্ন কর্মের লক্ষ্য সন্ধানের সাক্ষ্য, সাক্ষাৎকারের ———
সত্যভিত্তিক জ্বলন্ত দলিল, আপনারা যদি দয়া করে এক কপি ক্রয় করেন তবে সেই অর্থে একাকী কিছুটা লড়াই করতে পারেন দুরারোগ্য ব্যাধি তথা দিন গোনার প্রতীক্ষার —ওনার- আমি একটি অংশ আপনাদের এখন পড়ে শোনাবো, একটি ইন্টারভিউয়ের বর্ণনা উনি দিয়েছেন —-
প্রথম প্রশ্ন — “ঈশ্বর” এবং” ঈশ্বর কণা “সম্বন্ধে কিছু বলুন –আপনার উপলব্ধিতে —- স্যার, ঈশ্বর তত্ত্ব মানুষের দ্বারা সৃষ্টি, আবেগ ভাবাবেগ দ্বারা চালিত হয়, আমাদের মত অধিক অশিক্ষিত, কুসংস্কারাচ্ছন্ন, দুর্নীতি পরায়ণ, দারিদ্রপূর্ণ দেশের রাষ্ট্রযন্ত্র নিজের স্বার্থসিদ্ধিতে তাকে কাজে লাগায়, প্রজন্মকে পঙ্গু মস্তিষ্কের বিকাশ ঘটাতে অনুপ্রাণিত করে —
তথাকথিত” ঈশ্বর কণা” হলো আধুনিক বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার যার উত্তরোত্তর অ্যাটমিক ব্যপ্তি, লক্ষ লক্ষ যোজন দূরের মৌলের উপস্থিতি র প্রচেষ্টা ভবিষ্যতের মনুষ্যকে ঈশ্বরের সমতুল্য ক্ষমতার সমৃদ্ধি ঘটাবে এই জাগতিক শক্তি,সুখকে উপলব্ধি করবার জন্য —– ———–

তথাপি তিনি কর্ম যোগ্যতায় অসফল হয়েছিলেন বারে বারে —- পাহাড় প্রমাণ, দুর্নীতির কষাঘাতে, ———— ১০০ টাকা ক্রয় মূল্য, নিরাশার ওপারের পাথেয়।

Spread the love

You may also like...

error: Content is protected !!