সম্পাদকীয়

শরীর খোঁজে আঙুল
খোঁজে জিহ্বা ,চোখ , হাত ।
শরীর খোঁজে কাগজ , বই
টি ভিতে সারারাত ।
কবি তুমিও খুঁজছ খাঁজ ?
শরীর , নাকি টাকার ঝাঁজ
মগজ জুড়ে হিসেব চলে
পাবলিকে কি খায় –
মন কুসুমের গন্ধ নাই ।
কোথায় যাবে কিশোরী রাই –
নরম সাদা মনকে তার
প্রেমিক পিষে যায় ।
প্রেম রে তুই কত গভীর ?
ঝাঁঝালো আঠা ,বিষের তীর
ধাক্কা দেওয়া চামড়া ,বুক
চটুল সুর ,চাট ।
ফুলের কুঁড়ি ,ঘুম – সকাল ,
পুজোর ফুল ,হাল্কা লাল
ঠাণ্ডা হাওয়া খুঁজছি
মনের দরজা খোলা হাট ।

সোনালি

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।